অদ্য ৭ নভেম্বর ২০১৯ তারিখে বীজ প্রত্যয়ন কার্যক্রম জোরদারকরণ প্রকল্প এর অর্থায়নে রোপাআমন ফসলের প্রি-পোস্ট কন্ট্রোল গ্রো-আউট টেস্ট মাঠ দিবস সংস্থার সদর দপ্তরে অনুষ্ঠিত হয়।মাঠ দিবসে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন কৃষিবিদ ড. আবুল কালাম আজাদ, মহাপরিচালক, বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট, গাজীপুর। বিশেষ অতিথি ছিলেন কৃষিবিদ ড. তমাল লতা আদিত্য পরিচালক (গবেষণা), বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউট, গাজীপুর। সভাপতিত্ব করেন কৃষিবিদ কিংকর চন্দ্র দাস, পরিচালক, এসসিএ গাজীপুর। প্রজনন, ভিত্তি ও প্রত্যায়িত শ্রেণীর বীজ নমুনা যা বীজ পরীক্ষার জন্য প্রেরিত হয় সেগুলোর বি নমুনা মাঠে উৎপাদন পূর্বক বীজ ফসলের মাঠ মান যাচাই করা হয়, ত্রুটি বিচ্যুতি চিহ্নিত করা হয় এবং মাঠে করনীয় সম্পর্কে পরামর্শ প্রদান করা হয়।